Trending: আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তলব করলো CBI |
Central Bureau Of Investigation (CBI) শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে আবগারি নীতি মামলায় ১৬ই এপ্রিল জিজ্ঞাসাবাদ এর জন্য ডাক পাঠিয়েছে | সকাল 11 টায় জিজ্ঞাসাবাদ এর জন্য ডেকেছে CBI |
এই তলবের বিরুদ্ধে জোর কণ্ঠে নিন্দা জানিয়েছেন কেজরিওয়াল। এছাড়াও তিনি তিরস্কার করেছেন PM Narendra Modi কে, তিনি জানান এটি বিজেপি পার্টির একটি ষড়যন্ত্র কেজরিওয়ালকে গ্রেফতার করার। AAP আক্রমণে জবাব দেয় BJP, তারা বলেন কেজরিওয়াল মত নীতি কেলেঙ্কারির ‘কর্তা’ ।
এই ঘটনাকে, কেজরিওয়ালকে গ্রেফতার করার ষড়যন্ত্র বলে অভিযুক্ত করেছেন AAP নেতা সঞ্জয় সিং । তিনি বলেন কেজরিওয়াল এই কৌশলে পিছিয়েছে যাবেন না এবং দুর্নীতি ও কালো টাকার ইস্যু নিয়ে লড়তে থাকবেন।তিন সরাসরি প্রধানমন্ত্রীকে পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত বলে অপমান করেছেন তিনি আরো বলেন CBI এর মাধ্যমে এই লড়াই থামানো যাবে না।
দিল্লির বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা এক সংবাদ মাধমে ব্যঙ্গ করে বলেন যে তিন বন্ধু একই জেলে সময় কাটাবেন যারা একে অপরকে মিস করছে- অরবিন্দ কেজরিওয়াল, মনিশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন।
মদনীতি মামলা
সিবিআই 26 শে ফেব্রুয়ারি দিল্লির প্রাক্তন ডেপুটি সিএম মনিশ সিসোদিয়াকে কে দিল্লি আবগারি নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে কথিত দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছিল। পরে প্রভিশন অফ মানি লন্ড্রি এক্ট এর অধীনে ই ডি তাকে গ্রেফতার করেছিল এই ঘটনার পর শিশু দিয়া বর্তমানে বিচারপতি বিভাগের হেফাজতে রয়েছে এটা অভিযোগ ছিল যে বিশেষ বিশেষ কিছু ডিলারদেরকে মদ বিক্রির লাইসেন্স দেয়া হয়েছিল। এছাড়াও আরো অভিযোগ করা হয়, যে আবগারি নীতি পরিবর্তন, লাইসেন্সধারীদের অযুক্তিক সুবিধা প্রদান, লাইসেন্স ফি মকুব, অনুমোদন ছাড়াই L1 লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি ইত্যাদি অনিয়মিত কাজও হয়েছিল।
0 মন্তব্যসমূহ