( পর্ব-2) জিৎ বাগ
তাহলে আমাকে তোমরা বাঁচিয়ে রেখেছো কেন আমিও তো অজ্ঞান হয়ে যেতে পারতাম। আসলে তুমি বেঁচে আছো কারণ তুমি ছোট্ট শিশুমাত্র তোমার এ সকল কিছু দেখা বোঝা উচিত,জানা উচিত যে আমাদের গুরুত্ব কত জেনেও আমাদেরকে কাটার পরিকল্পনা করেছে। কিন্তু তুমি তো আমাদের গুরুত্ব বোঝনা তাই তোমাকে এই গুরুত্ব বোঝানোর জন্য বাঁচিয়ে রেখেছি। আমি হাতজোড় করে গাছটার কাছে অনুরোধ করলাম যে দয়া করে এই পৃথিবীর মানুষ তথা আমার মা-বাবাকে সুস্থ করে তোলো। আমি তোমায় কথা দিচ্ছি আমি আর কোন গাছ কাটতে দেব না। তুমি তোমার সকল বন্ধু গাছেদের ক্ষমা করে দিতে বলো। দয়া কর আমার উপর। গাছের পাখিদের মধ্যে এক বৃদ্ধ পাখি বলে উঠলো কেন দয়া করবে আমার কত শিশু ডিম ফেটে উঠতেই পারেনি, তারা মরেছে শুধুমাত্র আমাদের এই বাসস্থান কেটে ফেলার জন্য। কত মানুষ নির্দয়ের সঙ্গে এই গাছ কেটে চলেছে। আমাদের বাসস্থান নষ্ট করেছে তাদের ন্যায় দেবে কে। আর এক পাখি বলে উঠল আমার বাবা কে বন্দী করেছে এই মানুষেরা তাই আমি কোনদিন আমার বাবাকে আর দেখতে পায়নি। কোন পাখি বলে উঠে আমার মাকে মেরে ফেলেছে। কোন পাখি বলে উঠে তার পরিবার মারা গেছে কোন এক মানবিক ধ্বংসলীলায়। তাই আমাদের সাথেও যা হয়েছে তুমিও সেই কষ্ট বোঝো। কুকু তুমি এদেরকে বুঝাও না।আমার কিছুই বলার নেই ঋষি, আমিও এক গ্রামে তালগাছে জন্মেছিলাম কিন্তু মানুষেরা নতুন বসতি করবে বলে আমার বাবা-মা যখন খাবার আনতে চলে যায়। তখন গাছ কাটতে গিয়ে আমাকে গাছের কঠর থেকে বের করে নেয় তাই আমিও তারপর থেকে আমার বাবা মার সঙ্গে দেখা করতে পারিনি। আমাকে বিক্রি করে দেয় তোমাদের বাড়িতে। দেখো এই মানুষেরা যা ভুল করেছে তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে। এবং এটুকু কথা দিচ্ছি যে আর কখনো এই ভুল কেউ করবে না এবার মানুষ জীবজন্তু আর গাছ সকলে একসাথে আনন্দে প্রকৃত বন্ধুর মত বেঁচে থাকবে আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও ক্ষমা করে দাও।
তারা সকলে হাসতে শুরু করলো তাদের বিকট হাসি যেন আমার কানগুলোকে হাসির বেড়াজালে জড়িয়ে ফেলল আমি কিছুতেই তাদের এই হাসা সহ্য করতে পারলাম না এদিকে শুনতে পাচ্ছি কেউ যেন আমায় ডাকছে। আমি চোখ খুলে দেখি মা আমার পাশেই দাঁড়িয়ে আছে। আমি কিছু না ভেবেই মাকে জড়িয়ে ধরলাম এবং বুঝলাম এটা একটা স্বপ্ন তবে যে স্বপ্ন সত্যি হতে চলেছে তাই মাকে আমার স্বপ্নের যে সব ঘটেছে সব বললাম। এবং আমি বললাম এই জায়গাটা আমরা কিনব ঠিকই কিন্তু এই ঘর গাছ কিছুই কাটা করবে না এবং আমরা এই ঘর কে মেরামত করবো এবং এই ঘরে থাকবো। আমাদের শহরের বাড়িটা যেমন আছে তেমনি থাকবে। এই গাছ আর কাটা পড়বে না। আমরা মিলেমিশে একসাথে থাকব এই পৃথিবীতে এবং নতুন আরো গাছ বসাবো এই পৃথিবীতে গড়ে তুলবো আবার চির সবুজ এই ধূসর জঙ্গলকে লাগাম দেব। পৃথিবী স্পর্শপাবে সবুজের ছোঁয়ায়। পরে আমার কথামতো সেই গাছ আর কাটা হলো না পাখিরা আনন্দে বসবাস করতে লাগলো আগের মতই। এবং আমরা মাঝে মাঝে আমাদের এই বাগান বাড়িতে আসতাম আর অনেক আনন্দ করতাম সবার সাথে ,আমি সেই পাখি আর গাছ।
0 মন্তব্যসমূহ