ADS

অতিরিক্তলেখক

 অতিরিক্ত লেখক জিৎ বাগ

ছোট্ট জোনাকি আলো পেয়েছে, ভাবছে নিজেকে রবি।

 ছোট্ট শিশু কলম পেয়েছে ভাবছে নিজেকে কবি।

কল্পনা যখন স্মৃতিতে আসে,

এটাই তো খুব ভালো কল্পনা ছাড়া লেখা অসম্ভব অতিরিক্ত কল্পনা ছাড়ো।

তরকারিতে নুন তুমি যদি বেশিই দিয়ে ফেলো,

সে তরকারি,তরকারি নয়, 

তুমি কি সেটা খাবে,

 তুমি তবে খেতেই পারো,লেখক শিরোপা অন্তত পাবে। 

কাক যদি বলে ককিল কে ভাই গান কীভাবে কর

উওর পেয়েও কাক যদি কা কা করে 

তবে তুমি কোকিল বোকা, তুমি কাককে কী বোঝাতে পার।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ