ADS

তুলনা

         জিৎ বাগ                

তুই কোথায় ছোট্ট ধূলি 

যাস বাতাসে ভেসে 

আমি দেখ বৃহৎপাথর 

রয়েছি পর্বতে, গা ঘেঁষে।

নদী পারে না আমায় ভাসাতে 

পারবে কি কেউ বল!

তুই তো ভাসিশ জলের শ্রোতে 

বড়ই  দুর্বল।

আমায় হেলাতে পারুক দেখি কে

 রয়েছে কি হিম্মত,

 তুই একটা  ছোট্ট ধূলি  

তুই ও কী এক মত।

             না,

তুমি পাথর ছোট্ট শিশু 

এসব বলাই স্বাভাবিক 

আমি যে ধূলি,বদ্বীপ গড়ি

 রয়েছে কাজের তাগিদ।

আমি দেখেছি জলের বাধা

 জলের স্রোতে নিজেকে গাঁথা।

আমি দেখেছি ক্লান্ত মোহনায় সমুদ্র সৈকত।

তুমি কি করেছো স্থির থাকা

 ছাড়া আর কোন কসরত।

আমি ক্ষুদ্র তবুও রুদ্ধ

 প্রবাহকে করি বাধা।

নদীকে তখন ধীর হতে হয়  

রয়েছে অভিজ্ঞতা।

তুলনা করো নিজের সাথে

 নিজের ধর্ম কি।

আমি যে বড়ই ক্ষুদ্র হলেও

 জীবনকে দেখেছি।




 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ