( পর্ব-১) জিৎ বাগ
ঋষি এখানে এসো আজ আমরা আমাদের নতুন জায়গা দেখতে যাব যেখানে আমাদের নতুন ঘর তৈরি করা হবে। তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে হবে। বাবা গাড়িতে অপেক্ষা করছে।আমাদের শহরে বাড়ি আছে কিন্তু কোন বাগান বাড়ি আমাদের নেই তাই এই শহরের জনজট পেরিয়ে গ্রামের দিকে আমাদের একটি নতুন বাড়ি তৈরি করা হবে।। শহরে আর কোন জায়গাও নেই যেখানে আমরা ঘর তৈরি করতে পারি তাই শহর থেকে বেরিয়ে আমাদের একটি জায়গা কেনা হচ্ছে। সেখানেই যাব তাই তুমি ও যাবে আমাদের সাথে কু কু আমার পোশা ঠিয়া পাখি।সকাল আটটায় বাড়ি থেকে গাড়ি ছাড়লো সেখানে পৌছালাম বারোটার সময় যাওয়ার পথে যেন মনে হল শহরটা যেন ধীরে ধীরে তার পার্শ্ববর্তী গ্রামগুলোকে গ্রাস করছে।ধূসর জঙ্গল গিলে ফেলছে সবুজ জঙ্গলকে। আমরা গাড়ি থেকে নেমে দেখলাম একটি দুতলা বাড়ি তার সামনে একটি বড় বটগাছ যার শাখা কমে ছেয়ে ফেলেছে বাড়ির উঠোন চত্বরকে এবং তাতে কত পাখির বাসা, কুকু উড়ে গেল পাখিদের দিকে ও যেন নতুন বন্ধু পেয়েছে সকল পাখিরা কিচিরমিচির শব্দে ওকে স্বাগত জানালো। বাবা মা সমগ্র বাড়িটা ঘুরে দেখতে লাগলো আর আমি তাদের সাথে একবার আর বটগাছের কাছে একবার যাচ্ছি আর আসছি কাদের কাছে যাই বুঝতেই পারছি না। আসলে এখানের মাটি এত সুন্দর যে তার মধ্যে একটু জল দিলেই আঠালো কাদা হয়ে যাচ্ছে এবং সেই কাদা দিয়ে আমি বিভিন্ন মাটির জিনিস তৈরি করছি শহরের দিকে এইসব কিছুই নেই।তাই মাটি নিয়ে খেলা করারও সুযোগ পাই না এবং এখানে বটগাছের ছায়া এত সুন্দর যে আমি তা ছেড়ে যেতেই পারছি না।তবে কুকু তাদের ভাষায় কি নাকি বলতে তাদের মুখ থেকে সমগ্র আনন্দ চলে গেল গাছটাও যেন তার পাতাগুলোকে নুইয়ে কোন বিষাদের সুরের আভাস দিতে লাগলো তারা নিমেষ শান্ত হয়ে গেল। আমি কুকু কে ডাকলাম, তুমি কি বললে ওদের কুকু যে ওরা শান্ত হয়ে পরলো, আমি শুধু এটুকু বললাম যে এখানে এই গাছ কেটে ফেলে নতুন বাড়ি তৈরি করা হবে। তাই শুনে ওরা চুপ করে গেল কথা শেষ হবে এমন সময় গাছের উপর থেকে একটা পাখির বাচ্চা আমার কাঁধে মলত্যাগ করে ফেলল তা দেখে আমি মাকে ডাকলাম আর বললাম এই পাখিগুলো আমার কাঁধে কি করেছে দেখবে এসো ওমনি আমার মা আর বাবা আর বাড়ির মালিক ছুটে আসলো উঠোন চত্বরে মা আমাকে দেখে চিৎকার করে বলল তোমাকে আমি আমাদের সঙ্গে যেতে বললাম তুমি এখানে কি করছিলে? ওকে কেন বকছেন ম্যাডাম দোষ ওই পাখিগুলোর। আজ আপনাদের সাথে কথা পাকা হয়ে গেলেই এই গাছ কাটা পড়বে আর এই পাখিগুলো মরবে দুপুরে.
খাবার সময় বাড়ির মালিক তাহলে স্যার এই দিলটা কি হচ্ছে ধরে নিই। দেখুন এখানে আমার থেকে কম দামে এর থেকে কমে কেউ যে বাড়ি দিচ্ছে আমি সেটা জানি না তাই এই দামেই জায়গাটা কিনে নিন। আর জায়গাটা আপনার।এটাই ভাবছি তাহলে ডিলটা পাকা. আপনি আপনার বাড়ির সকল কাগজ তৈরি করে নিন কালকেই লেনদেন টা মিটিয়ে এই জায়গাটা আমার নামে আমি করে নিতে চাই বাবা বললেন। তবে আপনাকে এই জায়গাটা পরিষ্কার করে দিতে হবে ।আমি এই জায়গাটা কিনছি ঠিকই কিন্তু এই ঘরবাড়ি গাছ এই সকল পরিষ্কার করতে আরো টাকা নষ্ট হবে। আপনার জায়গায় আপনাকেই পরিষ্কার করে দিতে হবে। নো প্রবলেম স্যার কালকেই সব ব্যবস্থা করে ফেলছি। সব কিছু পরিষ্কার করেই আপনার হাতে জায়গার দলিল তুলে দেবো, রাত্রে সবাই বাড়িতেই রাত্রি যাপন করেছি। বাবা কালকেই সকল কাজ করে নেবে বলে আর বাড়ি না গিয়ে এখানেই থাকার সিদ্ধান্ত নেন।রাত্রে খাবার সেরে সবাই ঘরে শুতে গেলাম ।সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা-মা সকলেই অজ্ঞান হয়ে পড়ে আছে বিছানা তাদের ডাকছি তারা উঠছে না আমি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পাশের ঘরের বাড়ির মালিক কে ডাকতে যায় তিনিও দেখি অজ্ঞান হয়ে শুয়ে আছেন|
0 মন্তব্যসমূহ