ADS

শীর্ষে ভারত, গর্বিত ভারতীয়রা : India Ranked 1st In ICC ODI

 ICC কী ? 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) (ইংরেজি: International Cricket Council) ক্রিকেটের আন্তর্জাতিক পর্যায়ের সর্বোচ্চ ক্রিকেট পরিচালনা পরিষদ।

Writer : Sk Sahil

১৫ জুন, ১৯০৯ সালে ইংল্যান্ডের লর্ডসে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।তখন এর নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। প্রতিষ্ঠাকালীন এর সদস্য ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শুরুতে কেবলমাত্র কমনওয়েলথভূক্ত দেশসমূহই এত যুক্ত হতে পারতো। পরবর্তীতে এতে যোগ দেয় ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান ক্রিকেট দল।

শীর্ষে ভারত, গর্বিত ভারতীয়রা : India Ranked 1st In ICC ODI




১৯৬৫ সালে সংস্থার নাম পরিবর্তিত হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স নামকরণ করা হয়। পূর্বে কেবলমাত্র টেস্টখেলুড়ে দেশগুলোই এর অন্তর্ভুক্ত ছিল। এসময় থেকে এসব দেশের বাইরে অন্য দেশকেও আইসিসি’র সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা শুরু হয়।


১৯৮৯ সালে আবারো এর নাম পরিবর্তন করা হয়। এবার নামকরণ করা হয় ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল’ যা অদ্যাবধি প্রচলিত।


আইসিসি’র বর্তমান সদস্য সংখ্যা ১০৫: যার ১০টি পূর্ণসদস্য রয়েছে যারা টেস্টখেলুড়ে, ৩৮টি সহযোগী সদস্য ও ৫৭টি স্বীকৃতপ্রাপ্ত সদস্য। আইসিসি ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রণকারী এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করে, যার মধ্যে ক্রিকেট বিশ্বকাপ অন্যতম। আইসিসি একই সাথে টেস্ট ক্রিকেট, একদিনের আন্তর্জাতিক এবং টুয়েন্টি২০ আন্তর্জাতিকের জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারি নিয়োগ দেয়। আইসিসি, সংস্থার কোড অব কন্ডাক্ট মেনে চলে, যা আন্তর্জাতিক ম্যাচের পেশাদারী মান বজায় রাখে।এছাড়া সংস্থার ‘দুর্নীতি-দমন ইউনিট’ (আকসু) এর মাধ্যমে দুর্নীতি ও ম্যাচ-গড়াপেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। আইসিসি সদস্য দেশের মাঝে অনুষ্ঠেয় দ্বিপাক্ষিক সিরিজের (সকল টেস্ট ম্যাচ) সময়সূচী নির্ধারণ করে না। সংস্থাটি সদস্য দেশের ঘরোয়া ক্রিকেট নিয়ন্ত্রণ করে না এবং খেলাটির আইন প্রণয়ন করে না। মেরিলেবোন ক্রিকেট ক্লাব খেলাটির আইন প্রণয়নকারী সংস্থা।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল ২০১২ সালে আইসিসির সভাপতি হিসেবে নিউজিল্যান্ডীয় অ্যালান আইজ্যাকের স্থলাভিষিক্ত হন। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের পর এপ্রিল, ২০১৫ সালে অসাংবিধানিক ও অনিয়মতান্ত্রিক পন্থায় সংগঠন পরিচালনার অভিযোগ উত্থাপন করে তিনি পদত্যাগ করেন। আইসিসির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভ রিচার্ডসন হারুন লরগাতের স্থলাভিষিক্ত হন |


ODI TOURNAMENT এ প্রথম স্থানে ভারত :

নিউজিল্যান্ডকে 3-0  পরাজিত করে প্রথম স্থানে জায়গা করে নিল ভারত । চুয়াল্লিশটি ম্যাচ খেলে পয়েন্ট সংগ্রহ করেছে ৫০১০ যার রেট দাঁড়ায় ১১৪। এই অসামান্য ফলাফলের পর ভারতকে শীর্ষে পৌঁছে গর্বিত ভারতের ক্রিকেট টিম, গর্বিত ভারতীয়রা । শুভকামনা সমস্ত ভারতীয় খেলোয়াড়দের জন্য যারা হাড়ভাঙ্গা পরিশ্রম করে ভারতকে এই পর্যায়ে এনেছেন ধন্যবাদ তাদের অসামান্য দক্ষতার জন্য। এই সিরিজের দ্বিতীয় স্থানে আছেন টিম ইংল্যান্ড ও তৃতীয় স্থান অস্ট্রেলিয়া যাদের পয়েন্টস যথাক্রমে

2. ENGLAND 30 matches, 3400 points, 113 rating

3. Australia 32 matches, 3572 Points, 112 rating


Current affairs, agomooni, story



ODI TOURNAMENT- এ ভারতীয় সেরা প্লেয়ার: 

ভারতীয় ক্রিকেট টিমের সেরা ব্যাটসম্যান হিসেবে মনোনীত হয়েছেন Shubman Gill আগস্ট ২০১৯ এ ডাবল ডবল সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়ে তুলেছিলেন, সম্প্রতি ইন্ডিয়া নিউজিল্যান্ড ওডিআই টুর্নামেন্টে তিনি চারটি সেঞ্চুরি করে বাবর  আজমের রেকর্ড অতিক্রম করেন। 

Current affairs, agomooni, story


লেখকের মতামত : 

যে যাই বলুক, বেন স্টোকস হচ্ছে বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ক্রিকেটার। একাই ইংল্যান্ড কে দুটো বিশ্বকাপ জিতিয়ে দিলো। আমরা আমাদের কাগুজে বাঘদের ঈশ্বরের আসনে বসিয়ে রেখেছি। তবে আমাদের বাঘেরা হাফ সেঞ্চুরি, সেঞ্চুরির হিসাবে বিশ্ব সেরা । তবে অধিকাংশ দুই দেশীয় সিরিজে করা। যখন বহুদলীয় আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল ম্যাচ আসে আমাদের কাগুজে বাঘেরা ব্যর্থ হয়।সেইসব ম্যাচ আবার বেন স্টোকসরা অবিশ্বাস্যভাবে জিতিয়ে দেয়। এই বেন স্টোকস ই ২০১৬ সালে ইডেনে লাস্ট ওভারে পর পর ছক্কা খেয়ে দলকে জেতাতে ব্যর্থ হয়েছিল। কিন্তু সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে প্রমান করেছে, "Failure is the pillar of success." আসলে চাপের ম্যাচে খেলাটা হয়ে উঠে মানসিক কাঠিন্যের আর সেই জায়গাতেই আমাদের রোহিত শর্মারা বারে বারে ব্যর্থ হয়।

আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন।

#Odi #currentaffairs #26jan #teamindia #cricket 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ