Covid-19 কী ?
করোনাভাইরাস ডিজিজ 2019 ( COVID-19 ) একটি ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ , গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের সিনড্রোম করোনাভাইরাস 2 (SARS-CoV-2)। 2019 সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম পরিচিত কেস শনাক্ত করা হয়েছিল ।
আমরা জানি বিশ্বজুড়ে কেমন ক্ষতিকর প্রভাব ছড়িয়েছিল এই ভাইরাস, মানুষের প্রাণের ক্ষতি, অর্থনৈতিক ক্ষতিতে হেনোস্ত হয়েছিল বিশ্বের প্রায় সবকটি দেশ জ্ঞানী গুণী উন্নত বহু দেশ হাল ছেড়ে দিয়েছিলেন এই ভাইরাসের কাছে। সেখানে একমাত্র ভারত COVID-19 এর সঙ্গে লড়াই করে গেছে চোখে চোখ রেখে, বহু দেশকে ঔষধ বিতরণ করে জয় করেছে বহু দেশের মন। এরপর COVID VACCINE আবিষ্কার করে ভারত তার সাফল্যের শীর্ষে পৌঁছায় এবং ভারত হয়ে ওঠে বিশ্বের প্রথম যে সরকারিভাবে বিনামূল্যে আমজনতাকে COVID VACCINE প্রয়োগ করে।
Covid Vaccine :
Covid Vaccine আবিষ্কারের পরেও শান্তি পাননি বৈজ্ঞানিকরা। কারণ করোনাভাইরাস তার variation change করে মানুষকে আক্রমণ করেছে বারবার । তাই মানুষ ও চেষ্টা করে চলেছে তা প্রতিরোধ করার বারেবারে উন্নততর করা হচ্ছে Covid Vaccine কে ।
COVID Nasal Vaccine:
তাই এই সমস্যাকে সমাধান করার জন্য আবিষ্কৃত হলো নতুন Nasal Vaccine। Covid-19 এর সঙ্গে লড়াই করার জন্য বিশ্বের প্রথম ভারত নিয়ে এলো COVID-19 INCOVAC । Bharat Biotech মাধ্যমে আবিষ্কৃত এই ভ্যাকসিন SARAS-COV-2 SPIKE PROTIN এর জন্য । এই ভ্যাকসিন Nasal Drop এর মাধ্যমে প্রয়োগ করতে হয় ভারত সরকার দ্বারা অনুমোদিত এই ভ্যাকসিন বলা চলে নতুন প্রজন্মের ভ্যাকসিন যা মানুষকে Covid-19 এর বিরুদ্ধে আরো এক কদম বেশি লড়তে সাহায্য করবে ।
লেখকের মতামত:
জীবনে সাধারণ সর্দি কাশির মত আমাদের মাঝে রয়ে যাবে COVID-19। এই ভাইরাস এক সময় প্রাণঘাতী হলেও মানুষ কখনোই তার জন্য থেমে যায়নি সর্বদাই লড়াই করে চলেছে এই প্রাণীর সঙ্গে তাই আমাদের এগিয়ে চলতে হবে সারা জীবন। ধন্যবাদ জানাই সে সমস্ত মহান মানুষদের যাঁদের পরিশ্রমের ফলে আমরা এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি।
ধন্যবাদ ।
আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন।
Writer: Sk Sahil
0 মন্তব্যসমূহ