ADS

মনে পড়ে

        মনে পরে জিৎ বাগ


আমারই ভুল 

একটু বেশি আশা করে ফেলেছি তার থেকে।

 আমারই ভুল হয়তো সে  মনে রাখবে আমাকে।

আমারই ভুল ভেবেছি  হয়তো ভুলবে না আমাকে।

আমারই ভুল দরকারেতে তাকেই পাব  আগে।

আমারই ভুল 

 একটু বেশি আশা করে ফেলেছি তোর থেকে।


সত্যিই তো,

বন্ধু এখন বন্ধু পেয়েছে  একসাথে স্বপ্ন দেখা,

বন্ধু এখন বন্ধু  পেয়েছে একসাথে চলার।

তার  এখন দরকারই নেই, আমার উপর ভরসা রাখার।

 বন্ধু আমার নানা, আমার নয়,বন্ধু যদি কথা বলতে এতই দ্বিধাবোধ করে,

তাহলে আমার শব্দ টা বিক্রি হয়েছে দেওয়া-নেওয়ার দরে।

 তাই আমারই ভুল বেশি আশা করে ফেলেছি তোর থেকে,

 বন্ধু আমার ভাল থাক চাইবো দূর থেকে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ